মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর তৃতীয় তলার সিঁড়ির উপর থেকে লাল টেপ মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল ০৯:৩০ মিনিটের দিকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ।
ওসি বাণী ইসরাইল আরো জানান, বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল এসআই অতুলের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে তৃতীয় তলার উপর থেকে কস্ট্রেপ মোড়ানো বৌমার সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে ঘটনা সাথে জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে কে বা কাহারা বোমা রেখেছে এ বিষয়ে তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। তবে বোমা দুটি পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
এ বিষয়ে রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া খাতুন জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে যাওয়ার সময় লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা সদৃশ বস্তু দুটো রেখে গেছে তা জানাতে পারেননি তিনি। এদিকে সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১১৪
পূর্ববর্তী পোস্ট