মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কর্তৃক Kausar gangni

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে পানিতে ডুবে মুরসালিন (১০) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই গ্রামের মন্ডল পাড়ার আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত মুরসালিন পানিতে তলিয়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার আলী বলেন, মুরসালিন পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত ডুবে যায়।পরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ও পরিবার লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন