মেহেরপুরের গাংনীতে গাঁজা সহ আটক-৩

কর্তৃক Kausar gangni

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে আট কেজি গাঁজা সহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ বৃহঃবার (০৭ নভেম্বর) সকাল ৭ ঘটিকার সময় গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে তাদের কে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভাগজাত গ্রামের ইসমাইল মন্ডলের স্ত্রী তিলকনেছা(৪৫) ও একই উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের আসমত আলির স্ত্রী কোহিনুর খাতুন (৫০) এবং গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া গ্রামের ইউনূস আলীর ছেলে ইন্তাজুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, আট কেজি গাঁজা ও একটি ব্যাটারী চালিত ভ্যান জব্দ করে যৌথ বাহিনীর অভিযানকৃত দলটি।

মেহেরপুর জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপান সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারী ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন রওশান আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামক স্থানে তাদের আটক করতে সক্ষম করি। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন