মেহেরপুরের গাংনীতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক কম্বাইন্ড হারভেস্টের মাধ্যমে সমলয়ের ধান কর্তন।
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালনগর গরানের মাঠ থেকে রবি-২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৯ মে) সোমবার সকালে রাইপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড গোপালনগর গ্রামের গড়ানের মাঠে অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (গাংনী) আনোয়ার হোসেন, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ সমলয় চাষের সুবিধাভোগী কৃষক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানার জানান, রবি-২০২৪-২৫ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় চাষাবাদে গড়ানের মাঠে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মেশিনের মাধ্যমে ব্রি-৭৪ ও ব্রি-৯০ জাতের প্রায় দেড়শত বিঘা ধান রোপন করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আবার স্বল্প খরচে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করার ফাইল কৃষক খরচ ও সময় দুই দিক থেকেই সুবিধা পাচ্ছে।