মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে আবারও সড়কে ডাকাতি

মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে আবারও সড়কে ডাকাতি

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনীতে ককটেল ফাটিয়ে আবারও সড়কে ডাকাতি

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে থানা-ধানখোলা সড়কের  বিল্লাল নার্সারীর সামনে অজ্ঞাত দেশীয় অস্ত্রধারী সাত-আটজনের ডাকাত দলের সদস্যরা ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এ সময় পথচারীদের জিম্মি করে অস্ত্রের মুখে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় ডাকাতেরা।

মঙ্গলবার (৫ই আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ককটেল বোমা ফাটিয়ে ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ২০-২৫ জন পথচারীর কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয় ডাকাতেরা।

স্থানীয়রা সূত্রে জানা যায়, গাংনী থানার পাশে ইতোপূর্বে ঐ স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। একই জায়গায় আজকে আবার ডাকাতির ঘটনা ঘটলো, এতে জনমনে স্বস্তি নেই। সাধারণ মানুষ কাজ শেষ সন্ধ্যার পর নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে না।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনার স্থান পরিদর্শন করেছেন। এ ধরনের অপরাধের সাথে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন