১৮৬
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সাবেক দুই উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব-১২। গ্রেফতারকৃতরা হলো এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। অন্যজন এ কে এম শফিকুল আলম ২০০৯ সালে নির্বাচিত গাংনী সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক।
মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্প সুত্রে জানা যায়, ধৃত আসামীদ্বয় বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার নিমিত্তে গোপনে তাদের বাড়িতে বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাদের ১৬১ পেলান কোডে মামলা রজু করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।