মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর বাশবাড়িয়াতে অবৈধপন্থায় রাসায়নিক সার পাচারকালে মাহাবুব হাসান নামের এক ব্যবসায়ীর নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করেছে গাংনী উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে গাংনী উপজেলার বাশবাড়িয়া গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, ব্যবসায়ী মাহাবুব হাসানের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, কালো বাজারীর মাধ্যমে সার বিক্রয় ও পরিবহন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং এর সত্যতা মিলে।
অভিযুক্ত ব্যবসায়ীর কাছে থেকে বৈধ কাগজপত্র না পাওয়ায় রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন-(সংশোধনী)২০১৮এর ৪ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ হাজার টাকা জরিমানা এবং আটককৃত সার নিলামে বিক্রয় করা হয়েছে।

অভিযানে পরিচালনা কালে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন সহ গাংনী থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে স্বার্বিক সহযোগিতা করেছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন