নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অবৈধ ট্রলি চাপায় কন্যা-শিশু নিহত হয়েছেন। আজ শনিবার (১০মে) সকাল সাড়ে ১০ টার দিকে কাজীপুর গ্রামের খন্দকার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম তাসনিমা খাতুন(৩) সে কাজিপুর গ্রামের খন্দকার পাড়ার মালেশিয়া প্রবাসী জনুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানতে পারি জয়নাল আবেদীনের বাড়ির পাশে জনৈক কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল। সেখানে তার মা ময়না খাতুন মেয়ে তাসনিমাকে সাথে নিয়ে যায়। রাস্তার অপর পাশে রয়েছে তাসনিমার মামার দোকান। ওই দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হবার সময় গরু বোঝায় ট্রলি চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাসনিমা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ট্রলি ও চালক রবিউলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন ।