মেহেরপুরের গাংনীতি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় শাহাজান নামের বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত শাহাজান আলী(৬০) গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের ফরাজী পাড়ার মৃত আতাহার আলীর ছেলে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ০৮ টা ৩০ মিনিটের দিকে নিহতের নিজ গ্রাম মানিকদিয়া গ্রামের সাদ্দাম হোসেন এর বাড়ির সামনে মেইন রাস্তার উপরে সড়ক দূর্ঘটনাটা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে অ্যাম্বুলেন্স যোগে তাকে রাজশাহী নেওয়ার পথে নাটোর নামক স্থানে পৌছালে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে স্থানীয়রা জানান, শাহাজান আলী চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন এরমধ্যে দ্রুত বেগে আসা হাটবোয়ালি গামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। যার রেজিষ্ট্রেশন নং চুয়াডাঙ্গা- ল- ১২- ৫৮৭৭।
কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে দাফন সম্পন্ন করা হয়েছে।