অগ্নিপথঃ রাজধানীর খিলগাঁও থানার ৪টি ও পল্টন থানার ২টি মামলায় জামিন পেয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি আদালতের হাজতখানা থেকেই মুক্তি পেয়ে বাসায় ফিরছেন বলে জানা গেছে।
এদিন বিকেলে রাজধানীর খিলগাঁও থানার ৪ মামলায় ও পল্টন থানার দুই মামলায় শুনানি শেষে পৃথক দুই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন।
গত সোমবার (৭ অক্টোবর) মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এ সময় সাবের হোসেন চৌধুরীর আইনজীবী শাহীন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে পৃথক ৬ মামলায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
মুচলেকায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। আর খিলগাঁও থানার পৃথক চার মামলায় পাঁচ হাজার টাকার মুচলেকায় আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
বিচারক জামিনের আদেশ দেওয়ার পর বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তড়িঘড়ি করে বিচারক এজলাস ত্যাগ করেন। মুহূর্তেই অস্থিরতা ছড়িয়ে পড়ে এজলাসে। কয়েকজন বিএনপিপন্থী এজলাসে রাখা টেবিলে ধাক্কা মেরে ফেলে দেন। এরপর বিএনপিপন্থী আইনজীবীরা এজলাস ত্যাগ করে চলে যায়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।