বিল্ডিংয়ের ছাদ ধসে ভিক্ষুকের মৃত্যু

বিল্ডিংয়ের ছাদ ধসে ভিক্ষুকের মৃত্যু

কর্তৃক Kausar gangni

 

বিল্ডিংয়ের ছাদ ধসে ভিক্ষুকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে একটি পুরোনো বিল্ডিংয়ের ছাদ ধসে আমজাদ হোসেন (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। মারাত্মক ভাবে আহত হয়েছে তার স্ত্রী রহিমা খাতুন(৫০)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমজাদ হোসেন গাংনী উপজেলার বাওট গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।
গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন সাওন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাংনী বাজারে পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান দাউদ হোসেনের বিল্ডিংয়ের ছাদ হঠাৎ করে ধসে পড়ে। এতে আমজাদ হোসেন ও তার স্ত্রী রহিমা খাতুন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বিডি দাস আমজাদ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ ভেঙে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন