ফিরেছে স্বস্তি সবজিতে, চাউলের দাম বৃদ্ধি

ফিরেছে স্বস্তি সবজিতে, চাউলের দাম বৃদ্ধি

কর্তৃক Kausar gangni

নিজস্ব প্রতিনিধিঃ ষড় ঋতুর বাংলাদেশে শীতকাল মানেই বাজার ভর্তি নানা রকম সবজির মেলা। তবে এবছর উৎপাদন বেশি হওয়ায় দাম এতটায় কমেছে দেশের কৃষকের উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক কৃষক। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আরো অনেক কমেছে। কিন্তু মাছ, ডিম ও মাংশের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে চাউলের দাম।

গতকাল (০৭ জানুয়ারী) মঙ্গলবার মেহেরপুর উপজেলার সবচেয়ে বড় সবজি বাজার গাংনী পৌর হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি পাঁচ টাকা, বেগুন পনের থেকে বিশ টাকা, পেয়াজের কলি পাঁচ টাকা আটি, কাঁচা মরিচ ষাট টাকা কেজি, টমেটো ত্রিশ টাকা, ধনিয়া পাতা চল্লিশ টাকা কেজি, শিম বিশ টাকা কেজি, গাজর পঁচিশ টাকা কেজি, আলু চল্লিশ টাকা কেজি, পেয়াজ পয়তাল্লিশ টাকা কেজি, আদা ১২০ টাকা কেজি, লাউ বিশ টাকা পিচ,ওল কপি বিশ টাকা কেজি, ছোলার শাক পঞ্চাশ টাকা কেজি, বাধা কপি পনের থেকে বিশ টাকা কেজি দরে বিক্রয় করতে দেখা যায়।

গাংনী শহরের বিভিন্ন মুদি দোকানে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আটা ৪০ থেকে ৪৫ টাকা, মোটা চাউল ৫৫ থেকে ৫৮ টাকা মাঝারি জাতের চাউল ৬২ থেকে ৬৫ টাকা এবং মিনিকেট ৮০ থেকে ৮৫ টাকা এছাড়াও ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রয় করছে তবে আগের মত ৪০ টাকা দরে কেজি বিক্রয় হচ্ছে লবন।

সবজি বাজার নিয়ে ক্রেতারা সন্তষ্ট প্রকাশ করেলও ক্ষোভ দেখিয়েছেন অনেক ক্রেতা।

 

 

 

রিলেটেড পোস্ট

মতামত দিন