পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালনগর গ্রামের কুলতলার মাঠ নামক স্থান থেকে রূপপুর পারমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংযোগ লাইনের প্রায় ১ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় দুর্বৃত্তরা এই তারগুলো চুরি করে কেটে নিয়ে যায়। চুরি হবার ফলে কোম্পানিটির প্রায় ২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই সংযোগ লাইনটি PGCB (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) এর আওতাধীন কুষ্টিয়ার বটতলা থেকে মেহেরপুর সদরের আমঝুপি সংযোগ লাইনের কাজ মাসখানেক আগে শেষ হয়েছে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, কিছুদিন আগে মালসাদহর ভাটার মাঠের কাছ থেকে তার চুরি হয়েছিল অল্প কিছুদিন আগে এক সপ্তাহ না যেতে আবারও দুর্ধর্ষ চুরি হাওয়াই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লাইনের বৈদ্যুতিক তার চুরি হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।