দুর্বৃত্তদের বোমা হামলায় বিক্রয় প্রতিনিধি আহত, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই।

দুর্বৃত্তদের বোমা হামলায় বিক্রয় প্রতিনিধি আহত, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই।

কর্তৃক Kausar gangni

অগ্নিপথঃ মেহেরপুরের গাংনিতে দুর্বৃত্তদের বোমা হামলায় গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি আহত নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাই। আজ ০৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের ব্রিজের কাছে ঘটনা ঘটে। তিনি তেঁতুলবাড়িয়া বাজার থেকে গাংনীর উদ্দেশ্যে মোটরসাইকেল চড়ে আসছিলেন এ সময় ভোমরদহ নামক স্থানে পৌঁছালে তাকে সাত থেকে আট জনের একটি দল গতিরোধ করে, মারধর শুরু করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেই। এবং তার ডান হাতে বোমা হামলা করে। এতে হাত অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করেন।

আহত বিক্রয় প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাজেদুল ইসলাম রনি উপজেলার গ্লোব ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন