নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মোবাইল ও ইন্টারনেট হলো তথ্য আদান প্রদানের অন্যতম সেরা মাধ্যম। নেটিজেনদের দীর্ঘদিনের দাবি মোবাইল কলরেট এবং ইন্টারনেটের মূল্য কমানো কিন্তু আবারও বৃদ্ধি পেতে চলেছে ৩ শতাংশ অতিরিক্ত খরচ। অপেক্ষা শুধু প্রজ্ঞাপন জারির।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বলা হয়েছে, মুঠোফোন সেবায় বর্তমানে ২০ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে নতুন করে আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক সংযোজনের বিষয়টি বর্তমান সরকারের উচ্চপর্যায় ও দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন দেওয়া হয়েছে ইতোমধ্যে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মুঠোফোন সেবায় সম্পূরক কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। সে হিসেব অনুযায়ী, বর্তমানে মোবাইলে ১০০ টাকার রিচার্জ করলে গ্রাহকদেরকে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১০ পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ টাকা ১০ পয়সা, আবার পরোক্ষ কর দিতে হয় আরও ২০ টাকা ৪০ পয়সা। অতএব, মুঠোফোন ব্যবহারকারীকে সর্বমোট কর বাবদ শতকরা কাটা পড়ে ৫৪ টাকা ৬০ পয়সা।
বিটিআরসি তথ্যানুযায়ী, দেশে ,মোট মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা গত ছিল ১৮ কোটি ৮৭ লাখ, যা গত জুনের চেয়ে ৭৩ লাখ কম। আবার দফায় দফায় ইন্টারনেটের দাম ও লিমিট প্যাকেজের কারনে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমেছে ৯৭ লাখ