নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামের এক সাংবাদিককে ধাওয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অস্ত্রধারীদের থেকে প্রাণে বাঁচতে ওই সাংবাদিক একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পূর্বশত্রুতার জেরে ৫–৬ জনের একটি দল তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই তিনজন যুবক দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।”