অগ্নিপথঃ পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫ বন্ধু নিহত দুই বন্ধু আহত। তারা সকলেই পরস্পর বন্ধু প্রাইভেটকার নিয়ে ঘুরতে গিয়েছিলেন বলে জানা।গতকাল ৪ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাবনা- ঈশ্বরদী মহাসড়কের দাশুরিয়া সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঈশ্বরদী দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর এলাকার মুসলিম উদ্দিন এর ছেলে প্রাইভেট চালক সিফাত উদ্দিন,
আনোয়ার হোসেনের ছেলে বিজয় আহমেদ, পরামানিকের ছেলে জিহাদ, ওয়াজুদ্দিনের ছেলে শিশির আহমেদ।
আহতরা হলেন, একই এলাকার জাপান খন্দকারের ছেলে জাহিদ আহমেদ ও সুমন খন্দকার ছেলে নাঈম হোসেন। গতকাল রাতেই আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনা ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে সাতজনকে উদ্ধার করে দেখতে পায় তিনজন ঘটনা স্থলে মারা যায়। চারজনকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরও দুজন মারা যায়।মোট ৫ জনের মৃত হয়। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি আজিমপুর নামক একটি গ্রাম থেকে তারা আসার পথে ওভার স্পিডের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তারা।
এই ঘটনায় পরিবার সহ এলাকায় চলছে শোক।
১৮২