গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক জাফর
নিজস্ব প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) রায়পুর ইউনিয়নের কেএবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অত্র ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রবিউল ইসলাম সভাপতি নির্বাচিত হন জাফর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রায়পুর ইউনিয়ন সম্মেলনে মোট ভোটার ৪৫৯ জন তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৩৮ জন। সম্মেলনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বতা করেছেন মোট তিনজন মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ হাফিজুল ইসলাম এবং হাসিবুল ইসলাম এছাড়াও সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাফর আলী ও আশিকুল ইসলাম আশিক। রবিউল ইসলাম পেয়েছেন ২০২ ভোট, হাফিজুল ইসলাম পেয়েছেন ১৩১ এবং হাসিবুল ইসলাম পেয়েছেন ৯৮ ভোট। সম্পাদক পদে জাফর আলী পেয়েছেন ২২২ ভোট ও আশিকুল ইসলাম পেয়েছেন ২০৯ ভোট।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্ববায়ক জাভেদ মাসুদ মিল্টন সহ অসংখ্য নেতা কর্মী।