গাংনীর কাথুলী ইউপি বিএনপি’র সম্মেলনে দুই সভাপতি প্রার্থী সহ তিন জনের মনোনয়নপত্র বাতিল।

গাংনীর কাথুলী ইউপি বিএনপি'র সম্মেলনে দুই সভাপতি প্রার্থী সহ তিন জনের মনোনয়নপত্র বাতিল।

কর্তৃক Kausar gangni

গাংনীর কাথুলী ইউপি বিএনপি’র সম্মেলনে দুই সভাপতি প্রার্থী সহ তিন জনের মনোনয়নপত্র বাতিল।

নিজস্ব প্রতিনিধি:
গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার এডভোকেট আরিফুজ্জামান।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে সভাপতি পদে জাফর আকবর,আখতারুজ্জামান লাভলু ও সাধারণ সম্পাদক পদে হাসানুজ্জামান। অন্যান্য প্রার্থীরা জাফর আকবর আখতারুজ্জামান লাভলু ও হাসানুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দেয়। অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
নির্বাচনের মাঠে রয়েছেন সভাপতি পদে আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু, সাহেব আলী সেন্টু ও রবিউল ইসলাম রবি। এছাড়া সাধারণ সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সালাউদ্দিন আহমেদ, আনারুল ইসলাম কালু, জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম।
আগামী ২৯ শে এপ্রিল মঙ্গলবার ধলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাথুলী ইউনিয়ন বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন