অগ্নিপথ : মেহেরপুরের গাংনীতে গাঁজার গাছ ও ১৫০ গ্রাম গাঁজাসহ মো. নাঈম হোসেন নামের এক জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাইম হোসেন ঐ গ্রামের মো. ছের আলীর ছেলে।
হেমায়েতপুর ক্যাম্প পুলিশের ইন্চার্জ এস আই আব্দুল মুবিন জানান, নাইম ইসলামের বাড়িতে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির আঙ্গিনা থেকে ৩৩ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাঁজা ও গাঁজার গাছসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.তাজুল ইসলাম জানান,গাংনীর সহড়াবাড়ীয়া গ্রামে নাইম হোসেন এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ টি গাঁজার গাছ ও ১৫০ গ্রাম গাঁজাসহ নাইম হোসেন আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল মঙ্গলবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান,মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
১৮৫
পূর্ববর্তী পোস্ট