একই রাস্তায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ৩ কলেজ শিক্ষার্থী

একই রাস্তায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ৩ কলেজ শিক্ষার্থী

কর্তৃক Kausar gangni

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর মাঠে মধ্যে এ সড়ক সড়ক দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ট্রাকের পিষ্ট হয়ে ঘটনা স্থলে শিপন আলী(১৭) নামের এক মৃত্যু হয়। এবং আহত হয়েছেন তার আপন খালাতো ভাই।

ঘটনাটি গতকাল ০৮ জানুয়ারী ২০২৫ ইং বুধবার সন্ধ্যা ০৬ ঘটিকার দিকে ঘটেছে। নিহত শিপন আলী গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিতলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী শহর থেকে কুষ্টিয়ার অভিমুখে যাত্রা করেছিলেন। তারা ওলিনগর নামক স্থানে গেলে একই দিক থেকে আসা দ্রুতগামী একটি সবজির ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এবং অপরজনকে বামুন্দির ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা স্বীকার বলেন নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন