উপজেলা শিক্ষা অফিসারের পর এবার গাংনী সরকারী ডিগ্রী কলেজের হিসাব সহকারীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

উপজেলা শিক্ষা অফিসারের পর এবার গাংনী সরকারী ডিগ্রী কলেজের হিসাব সহকারীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

কর্তৃক Kausar gangni

মেহেরপুর প্রতিনিধি :

এবার মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজের হিসাব সহকারী রবিউল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে গাংনী সরকারী ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় তরিকুল ও সজিব নামের দুজকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা ছাত্রদলের কর্মী নয় বলে দাবি করেছে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব। তবে তিনি বলেন,বিভিন্ন সময়ে বিএনপির সভা সমাবেশে তারা আসে।

এদিকে একের পর এক সরকারী কর্মকর্তা কর্মচারীদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

সম্প্রতি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক,বিএডিসির উপসহকারী প্রকৌশলী আশরাফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,সাব রেজিষ্টার নাইমা ইসলাম ও শিক্ষা অফিসের অফিস সহায়ক তোফাজ্জেল হোসেনকে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠে। লাঞ্ছিতের ঘটনায় শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক মামলা করলেও নিরাপত্তার অভাবে ঝিনাইদহ জেলায় বদলি হয়েছে পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।

গাংনী সরকারী ডিগ্রী কলেজের হিসাব সহকারী রবিউল ইসলাম বলেন, তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সাহস পাইনি।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক বলেন, তাকে ও তার সহকর্মী তোফাজ্জেল হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় আসামীদের গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে সরকারী কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করলেও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের তৎপরতা চোঁখে পড়ার মত না।

সদ্য বদলি হওয়া গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম বলেন,বিআরডিবি সমবায় সমিতির সভাপতি পরিবর্তনের দাবিতে তাকে হুমকি ধামকি দিতে থাকে তাই বাধ্য হয়ে গাংনী থেকে বদলী হয়ে এসেছি।

গাংনী বিএডিসির উপসহকারী প্রকৌশলী আশরাফ আলী বলেন, বামন্দীতে বিএনপির কর্মীরা তাকে লাঞ্ছিত করে। মামলা কিংবা প্রতিবাদ করার সাহস হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবরেজিষ্টি অফিসের এককর্মী বলেন,সাবরেজিষ্টার নাইমা হায়দার বিধিবহিভুত কাজ না করার কারনে তাকে গালিগালাজ করা হয়। এঘটনায় ২ দিন তিনি অফিস ছুটি নিয়েছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, তরিকুল ও সজিবকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন একের পর এক কর্মকর্তা কর্মচারী লাঞ্ছিত হওয়ায় ক্ষোভ বিরাজ করছে। সেবা দিতে এসে লাঞ্চিত হওয়াটা দু:খ জনক। অপরাধীদের গ্রেফতারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেন তিনি

রিলেটেড পোস্ট

মতামত দিন