আদালতের মামলা শুনানী করতে গিয়ে লাঞ্ছিত মাধ্যমিক শিক্ষা অফিসার থানায় মামলা দায়ের
অগ্নিপথঃ মেহেরপুরের গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার গাংনী উপজেলা শিক্ষা অফিসারের নিজ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে যানা যায়। ঘটনা সূত্রে জানা যায়, মেহেরপুর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং- ১০৮/২০২৪ মামলাটির শুনানী করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। সে সময় বাদী ও আসামী পক্ষের লোকজন একে অপরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন । এ সময় গাংনী উপজেলা শিক্ষা অফিসার হোসনে মোবারক দু পক্ষের লোকজনকে থামতে বলেন এবং শুনানী কাজে সহযোগিতা করতে বলেন। তারা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শিক্ষা অফিসের গেট ভাংচুরের চেষ্টা করেন এবং শিক্ষা অফিসার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেন ও তার পরিহিত শার্টের কলার ঘরে টানাটানি করেন। এতে প্রতিবাদ করলে অফিস সহকারী তোফাজ্জেল হোসেনকেও লাঞ্ছিত করে যুবকেরা। বর্তমানে ওই যুবকেরা বিভিন্নভাবে হুমকী ধামকি ও ভয়ভীতি প্রর্দশন করছে। এ ঘটনায় সোমবার রাতে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮জন এজহার নামীয়সহ আরো অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাঞ্ছিতের ঘটনায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৮জন নামীয়সহ আরো অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করা হয়।
গাংনী থানা সূত্রে জানা যায়, সোমবার রাতেই মামলাটি নথীভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।