অল্প সময়ে সরিষা চাষে লাভবান হচ্ছে চাষীরা

অল্প সময়ে সরিষা চাষে লাভবান হচ্ছে চাষীরা

কর্তৃক Kausar gangni

 

নিজস্ব প্রতিনিধিঃ সরিষা এক প্রকার তেল জাতীয় শস্য। সময় কম এবং চাষের খরচ কম লাগায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষা চাষ। বিজ্ঞানীদের নতুন নতুন জাত উদ্ভবনের কল্যানে এ শস্যটির ফলন ও বেশ বৃদ্ধি পেয়েছে। দেখতে যেমন সুন্দর ফসলটি ঠিক তেমনি এর সাথে মৌয়ালরা মধু চাষ করে আরও  বেশি লাভজনক করে তুলেছে। এ কারনে দেশের বিভিন্ন স্থানের মত গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নে সরিষা চাষ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

 

আব্দুল হাকিম নামের একজন সরিষা চাষির সাথে কথা বললে তিনি জানান, অল্প সময়ে হয় এবং খুব কম খরচে চাষ করা যায়। এ থেকে আমরা ক্ষতিকর সয়াবিন তেলের আত্মঘাতী রোগ থেকে মুক্তি পায় এবং দেশের টাকা দিয়ে বাইরে থেকে তেল আমদানী কার কিছুটা হলেও কম লাগে। তেল হওয়ার পর যে খৈল হয় সেটা দিয়ে আবার গরুর খাদ্য ও মাছের খাবার হয়ে থাকে।

 

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪৫০-৫০০ হেক্টর জমিতে বারি-১৪, বারী-১৮ এবং জটা রায় চাষ করা হয়েছে। তারা আরো জানান অক্টোবর মাসের ১৫ থেকে নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে বপণ করা হলে, বারি-১৪ বিঘা প্রতি ৫মণ, বারি-১৮ বিঘা প্রতি ৮ মন এবং জটা রায় বিঘা প্রতি ৮ মন ফলন হয়ে থাকে।

 

উল্লেখ্য, এছাড়াও বারি-১৪ ভাঙ্গালে শতকরা ৪০-৪৫ শতাংশ,বারি-১৮তে ৪০-৪৫ শতাংশ এবং জটা রায় থেকে ৩৫-৪০ শতাংশ তেল পায় যায়।

রিলেটেড পোস্ট

মতামত দিন