অগ্নিপথঃ (নিজস্ব প্রতিনিধি) রাতের আধারে আবারও গাংনিতে ট্রান্সফরমার চুরি

গাংনী উপজেলার রামনগর গ্রামে বুধবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালিক শহিদুল খাঁন জানান, ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের ফিউজ নামিয়ে আমার ১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। কৃষক নান্নু ইসলাম জানান, অনেক কষ্ট করে একটি বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন করেছিলাম ।
রাতের আঁধারে চোরের দল আমার সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে সর্বশান্ত করে দিয়েছে।যার ফলে আমার এবং আমার চাষীদের সকলকেই অসুবিধায় পড়তে হবে।
এলাকাবাসিরা জানান, প্রায় প্রতিদিনি বিভিন্ন এলাকার মাঠে ট্রান্সফরমার চুরি হচ্ছে। কোনো ব্যবস্থা গ্রহণ করে না বিদ্যুত বিভাগের লোকজন। মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির গাংনীর বামন্দী জােনাল অফিসের এজিএম হানিফ রেজা জানান,অভিজ্ঞতা সম্পন্ন লোকবল ছাড়া ১১হাজার ভোল্টের ফিউজ খোলা সম্ভব না। যারা চুরি করেছে তারা পল্লি বিদ্যুতের লোকবলের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

রিলেটেড পোস্ট

মতামত দিন