১৭৬
অগ্নিপথ ঃমেহেরপুরে সড়ক দুর্ঘটনা মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ অহিদুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার ০২ জুলাই দিবাগত রাত আটটার দিকে মেহেরপুর টি এন্ড টি অফিসের সামনের ঘটনা ঘটে। মৃত অহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত মেহেরপুর পৌরসভার পৌর ঈদগাহ পাড়ায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গত রাত আটটার দিকে মেহেরপুর বড়বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়ির পথে আসছিলেন।এ সময় পেছন থেকে একটি যানবাহন ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়ে এবং গুরুতর আহত হয়। সময় আশেপাশে কোন লোকজন না থাকায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ব্যাপারে সদর থানার ওসি বলেছেন ঘাতক যানবহন ট সনাক্তের চেষ্টা চলছে।