মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি এক এনজিও কর্মী নিহত

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি এক এনজিও কর্মী নিহত

কর্তৃক Kausar gangni

 

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
নিউজ ডেস্কঃ
আজ( ১৫ মে) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবনগর-গোপালনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী যশোর সদরের গ আবু বক্কর সরদারের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, গোলাম রব্বানী মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়

রিলেটেড পোস্ট

মতামত দিন