মেহেরপুরের মুজিবনগর থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিধানে অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে ১টি ওয়ান শার্টারগান ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ভােররাতে মুজিবনগর থানাধীন শিবপুর গ্রামে
যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর গ্রামের জাকের গাইনের ছেলে আলম গাইনের বাড়িতে যৌথবাহিনীর একটিদল অভিযান পরিচালনা করে। অভিযানে তার ঘরের সামনে ধানের গোলার ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । তবে অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক আলম গাইন পালিয়ে যায়। পলাতক আলম গাইনকে আটক অভিযান অব্যাহত রয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন