১৫০
অগ্নিপথ নিজস্ব প্রতিবেদকঃমেহেরপুরের গাংনী উপজেলার সানঘাটে ভাবি ও ছোটবোনকে কুপিয়ে হত্যার দুই ঘন্টা পর ঘাতক ভাই গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আজ শনিবার সকাল ১১ টার দিকে ঘাতক আসামী মহিবুল ইসলাম ওহিদ এর নিজ গ্রাম সানঘাটে ভাবি ও ছোট বোনকে কুপিয়ে হত্যার পর মেহেরপুর একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি)তাজুল ইসলাম জানান, ঘটনার পর মহিবুল পালিয়ে মেহেরপুর শহরের একটি বাড়িতে আত্মগোপন করে। তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোন ও ভাবিকে কুপিয়ে হত্যা করারয় সময় মহিবুল ইসলাম ওহিদ প্রতিরোধের শিকার হয়। এতে তার মাথায় জখম হয়। সে বর্তমানে পুলিশ হেফাযতে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎধীন রয়েছে।