১৭৯
অগ্নিপথঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের উপ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেম্বার পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
গতকাল বুধবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাচন অফিসার বরাবর তার মনোনয়নপত্র জমা দেন। পাঁচ জন ও মনোনয়ন ফরম উত্তোলন করলেও এখন পর্যন্ত জমা দিয়েছেন মাত্র একজন। আজ বৃহঃবার ০৪.০৭.২০২৪ ইং তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বলে জানা যায় এবং ভোট গ্রহন আগামী ২৭/০৬/২০২৪ ইং তারিখ।
গত ১৬ জুন ভোরে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য আনারুল ইসলামের মৃত্যু হয়। তার মৃত্যুর একদিন পর ১৭ই জুন আসনটি শূন্য ঘোষণা করেন গাংনী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।