মেহেরপুরের গাংনীতে বিনা মূল্যে কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল চারা বিতরন

মেহেরপুরের গাংনীতে বিনা মূল্যে কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল চারা বিতরন

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনীতে বিনা মূল্যে কৃষকদের মাঝে সার,বীজ ও নারিকেল চারা বিতরন

নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে নারিকেল চারা বিনামূল্যে বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার-বীজ ও চারা বিতরণের আয়োজন করে।

রবিবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালেব আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, বিএনপি নেতা সুলেরী আলভী, জাহিদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

উপজেলা কৃষি অফিষ সূত্রে জানা গেছে, ৩৩ শতক (১ বিঘা) জমির বিপরীতে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। ১ হাজার ৯ শ’ ৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রতি ৫ থেকে ১০ টি করে নারিকেলের চারা সর্বমোট ১ হাজার ২শ’টি চারা বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন