৯৬
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার গাংনী থানার অধিনস্থ হেমায়েতপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের লাশটি উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে ময়নাতদন্ত করার জন্য। সহড়াবাড়িয়া গ্রামের একজন গৃহিনী কাছ থেকে জানা যায়, দুপুরে তিনি একটি চট(পাটের তৈরী) ধুতে গিয়ে দেখে কুকুরের দল কিছু একটা নিয়ে টানাটানি করছে দেখে আরোও লোকজন ডাকে। স্থানীয় পুরুষ, মহিলা এসে দেখে পলিব্যাগে মোড়ানো মৃত একটি নবজাতকের মরদেহ নিয়ে টানাটানি করছে। মুহুর্তের মধ্যে খবর টি ব্যাপক ভাবে ছড়িয়ে যায় এবং তারা স্থানীয় পুলিশকে খবর দিলে তারা (পুলিশ) সদস্যরা সেখানে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মেহেরপুর জেলারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।