মেহেরপুরের গাংনীতে চাষীদের মাঝে রোপা আমন মৌসুমের ধান বীজ ও সার বিতরণ

মেহেরপুরের গাংনীতে চাষীদের মাঝে রোপা আমন মৌসুমের ধান বীজ ও সার বিতরণ

কর্তৃক Kausar gangni

অগ্নিপথ: মেহেরপুরের গাংনীতে কৃষকের মাঝে ২০২৪-২৫ রোপা আমন মৌসুমের ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ০৩ জুন সকল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম এ খালেক।
এ সময় আরোও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হাসান।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন তার বক্তব্যে আরো উল্লেখ করেন ১১৫০০ প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি করে রোপা আমন বীজ ও ১১ মে:টন ডি এ পি সার ১১ মে:টন এম ও পি সার বিতরণ করা হবে।
এ সময় বীজ ও সার নিতে আসা প্রান্তিক কৃষকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন