মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালি উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালি উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে বালি উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা-বাঁশবাড়িয়া গ্রামের মাঠে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে জিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জিয়া গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা মোতাবেক অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন