অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ শিক্ষক সমাজের সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। একজন শিক্ষক একজন মানুষ তথা সমাজ গড়ার কারিগর। সমাজের সকল উন্নয়ন শিক্ষকের পরতে পরতে জড়িয়ে আছে। “শিক্ষকদের কণ্ঠস্বর নতুন সামাজিক অঙ্গীকার “এই স্লোগানকে সামনে রেখেই
আলোচনা সভা ও র্যালীর মাধ্যমে দিয়ে মেহেরপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল দশটার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর এ কে এম নজরুল কবির। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে আব্বাস উদ্দিন জেলা শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু ও পুলিশ পরিদর্শক আব্দুল আলিম সহ অনেকে। র্যালীটি শিল্পকলা একাডেমিক মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।