অগ্নিপথঃ দীর্ঘ জীবন শিক্ষক হিসেবে খ্যাতি অর্জনের আজ ২৯/ ০৬/২০২৪ শনিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিদায় দেয়া হয়েছে বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিনকে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলামের রকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. কাওছার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহিদুজ্জামান গগন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমানুল্লাহ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সহকারী শিক্ষক,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮৪