নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্ট বোঝায় ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ৮

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্ট বোঝায় ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ৮

কর্তৃক Kausar gangni

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্ট বোঝায় ট্রাক মুখোমুখি সংঘর্ষ নিহত ৮
অগ্নিপথ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও সিমেন্ট বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আটজন নিহত হয়েছেন। ঘটনাটি আজ বুধবার বেলা বারোটার দিকে বড়াই গ্রামের তরমুজ মোর এলাকায় ঘটেছে। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় ও বাকি তিনজন হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে মারা যায়।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম (৬৬), তার স্ত্রী শেলি বেগম (৫৮), আন্না খাতুন (৫৯), মাইক্রোচালক শাহাবুদ্দীন (৩৫), আঞ্জোয়ারা খাতুন (৪৮), প্রাগপুর গ্রামের ইতিয়ারা খাতুন (৪২), মেহেরপুরের গাংনী উপজেলার ভোলারদাড় গ্রামের সীমা খাতুন(৪৮) ও তার মা আঞ্জোয়ারা খাতুন (৭৩)।
নিহতদের এলাকার স্বজন ও এলাকাবাসী অগ্নিপথকে জানান,সিরাজগঞ্জে জাহিদুল ইসলামের পুত্রবধূ নিশি খাতুন পিত্তথলির পাথর অপাসারণের জন্য অস্ত্রপচার করেন। তাকে দেখতে শশুর জাহিদুল ইসলাম তার পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে একটি মাইক্রোবাসযোগে আজ সকাল সাড়ে সাড়ে ১০ টার দিকে বাড়ি থেকে রওনা দেন। তাদের পরিবহনকৃত মাইক্রোবাসটি নাটোরের বড়াই গ্রামের তরমুজমোড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সিমেন্ট বোঝায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ৬ জন। দুইজনের অবস্থা আশঙ্কজনক হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার মাকসুদা আক্তার। একসাথে এত লোকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রিলেটেড পোস্ট

মতামত দিন