অগ্নিপথ:
ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা ভারী বর্ষণের পানিতে সুনামগঞ্জ জেলা শহরের অর্ধেক ডুবে গেছে। সীমান্ত উপজেলা ছাতকের প্রায় ৬৫ ভাগ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশের উপজেলা দোয়ারা বাজারেরও গ্রাম-সড়কে পানি থইথই করছে। এ অবস্থায় গত দুদিন ধরে জেলায় পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকার গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। পাহাড়ি ঢল ও বর্ষণে ছাতক-সিলেট সড়ক ডুবে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি শুরু করে দিয়েছে জানিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, “প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দেওয়া হয়েছে ত্রাণ, শুকনো খাবার ও নগদ টাকা। এ ছাড়া আরও ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন