নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে জসিম উদ্দিন নামাজের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।
ধৃত জসীমউদ্দীন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন টুকু মেয়ের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছেন দর্শনা থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) রাতে দর্শনার পাঠানপাড়ার সুগন্ধা মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিধান নেতৃত্ব দেন দর্শনা থানা পুলিশের ওসি শহীদ তিতুমীর, এতে অংশ নেন উপ-পরিদর্শক মাসুদুর রহমান সহ সঙ্গীও ফোর্স।
এ সময় সুগন্ধ্যা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে জসিম মিয়াকে আটক করা হয়। পরে তার নিকট থেকে উদ্ধার করা হয় ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট।
উল্লেখ্য , আটক জসিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আসামী জসিম মিয়ার নামে মাদকসহ বিভিন্ন আইনে ২০টির অধিক মামলা রয়েছে।