অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ইনতেফা পরিবেশক মের্সাস জিবননেছা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মাহাবুর রহমানের তত্বাবাধনে রিটেইলার সেলস প্রোগ্রাম ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবার ২৪) সকাল ০৯ টার দিকে গাংনী বাজার থেকে ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী রওনা হয় রিটেইলারগন। জোহান ডিম ভ্যালি পার্কে পৌঁছানোর পর ব্যবসায়ী আলোচনা সহ একে অপরের সঙ্গে সৌজন্যমূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির ডিভিশনাল রিজিওনাল ম্যানেজার মো: শহিদুল ইসলাম, কুষ্টিয়া এরিয়া ইনচার্জ গোলাম মোস্তফা, মেহেরপুর টেরিটারির সিনিয়ার অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন সহ সংশ্লিষ্ট মার্কেট প্রোমোটার গন, পরিবেশক মোঃ মাহাবুর রহমান সহ সকল রিটেইলার। তারা আবারও গাংনীতে ফিরে এসে সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে বার্ষিক পুরস্কার বুঝে নেন।